• الصفحة الرئيسيةخريطة الموقعRSS
  • الصفحة الرئيسية
  • سجل الزوار
  • وثيقة الموقع
  • اتصل بنا
English Alukah شبكة الألوكة شبكة إسلامية وفكرية وثقافية شاملة تحت إشراف الدكتور سعد بن عبد الله الحميد
الدكتور سعد بن عبد الله الحميد  إشراف  الدكتور خالد بن عبد الرحمن الجريسي
  • الصفحة الرئيسية
  • موقع آفاق الشريعة
  • موقع ثقافة ومعرفة
  • موقع مجتمع وإصلاح
  • موقع حضارة الكلمة
  • موقع الاستشارات
  • موقع المسلمون في العالم
  • موقع المواقع الشخصية
  • موقع مكتبة الألوكة
  • موقع المكتبة الناطقة
  • موقع الإصدارات والمسابقات
  • موقع المترجمات
 كل الأقسام | مقالات شرعية   دراسات شرعية   نوازل وشبهات   منبر الجمعة   روافد   من ثمرات المواقع  
اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة اضغط على زر آخر الإضافات لغلق أو فتح النافذة
  •  
    خطبة: الضحك وآدابه
    عدنان بن سلمان الدريويش
  •  
    فساد القلب بين القسوة والسواد
    شعيب ناصري
  •  
    تحريم رفع الصوت على كتاب الله وسنة رسوله صلى الله ...
    فواز بن علي بن عباس السليماني
  •  
    أولادنا بين التعليم والشركاء المتشاكسين (خطبة)
    د. عبدالرزاق السيد
  •  
    الغفلة في وقت المهلة (خطبة)
    د. غازي بن طامي بن حماد الحكمي
  •  
    حقوق كبار السن (خطبة)
    خالد سعد الشهري
  •  
    ألق بذر الكلمة؛ فربما أنبتت!
    عبدالرحيم بن عادل الوادعي
  •  
    إجلال كبار السن (خطبة)
    الشيخ محمد بن إبراهيم السبر
  •  
    الإنابة إلى الله (خطبة)
    د. أيمن منصور أيوب علي بيفاري
  •  
    فضل الأذكار بعد الصلاة
    د. خالد بن محمود بن عبدالعزيز الجهني
  •  
    فوائد وأحكام من قوله تعالى: {كل الطعام كان حلا ...
    الشيخ أ. د. سليمان بن إبراهيم اللاحم
  •  
    خطبة: مولد أمة وحضارة
    يحيى سليمان العقيلي
  •  
    محبة الرسول صلى الله عليه وسلم اتباع لا ابتداع ...
    د. صغير بن محمد الصغير
  •  
    البركة مع الأكابر (خطبة)
    الشيخ عبدالله بن محمد البصري
  •  
    فوائد الإجماع مع وجود الكتاب والسنة
    عمرو عبدالله ناصر
  •  
    بين النبع الصافي والمستنقع
    أ. شائع محمد الغبيشي
شبكة الألوكة / آفاق الشريعة / منبر الجمعة / الخطب / خطب بلغات أجنبية
علامة باركود

ضرورة طلب الهداية من الله (خطبة) - باللغة البنغالية

ضرورة طلب الهداية من الله (خطبة) - باللغة البنغالية
حسام بن عبدالعزيز الجبرين

مقالات متعلقة

تاريخ الإضافة: 13/4/2025 ميلادي - 15/10/1446 هجري

الزيارات: 1880

 حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعة أرسل إلى صديق تعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات
النص الكامل  تكبير الخط الحجم الأصلي تصغير الخط
شارك وانشر

খুতবার বিষয়ঃ আল্লাহর নিকট হিদায়াত চাওয়ার প্রয়োজনীয়তা

প্রথম খুৎবা

 

الحمد لله الكريم المجيب لكل سائل، الخالق المحيط بالآخرين والأوائل، نعوذ بنور وجهه الكريم من الفتن في حاضر أمرنا والآجل، وأشهد ألا إله إلا الله، هو الإله الحق، وكل ما خلا الله باطل، وأشهد أن محمدًا عبده ورسوله الهادي البشير، والسراج المنير، صلى الله وسلم عليه وعلى آله وصحبه عدد قطْر الندى وعدد ما في الأرض والسماء.

 

আমি আপনাকে এবং নিজেকে আল্লাহর তাকওয়া অবলম্বন করার অসিয়ত করছিঃ

﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اتَّقُواْ اللّهَ وَابْتَغُواْ إِلَيهِ الْوَسِيلَةَ وَجَاهِدُواْ فِي سَبِيلِهِ لَعَلَّكُمْ تُفْلِحُونَ ﴾ [المائدة 35]

 

অনুবাদঃ হে ঈমানদারগণ! তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন কর এবং তাঁর নৈকট্য অন্বেষণ কর। আর তাঁর পথে জিহাদ কর, যাতে তোমরা সফলকাম হতে পার।

 

হে সম্ভ্রান্ত সম্প্রদায়! পবিত্র কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরা হল সূরা আল-ফাতিহা, এই সূরার প্রথমার্ধে প্রশংসা ও গুণগান রয়েছে এবং বাকি অর্ধেকটি প্রার্থনা নিয়ে গঠিত। তাই এই মহান দোয়া কবুল হওয়ার জন্য এই সূরা পাঠ করার পর আমীন বলা আমাদের জন্য মুস্তাহাব।

 

তাহলে আমরা কি আমাদের তেলাওয়াত ও আমীনের সময় এই দুআটি বুঝতে পারি, নাকি আমরা কেবল এটি পাঠ করি এবং আমীন বলি, অথচ আমাদের অন্তরগুলি বেখবর এবং গাফেল থাকে।

 

এটি এমন একটি বিষয় যা প্রার্থনার প্রভাবকে ধ্বংস করে এবং এর গ্রহণে বাধা দেয়।আমরা কি সর্বদা আমাদের হেদায়েতর জন্য কি আল্লাহর প্রয়োজন অনুভব করি? কারণ আমাদের আল্লাহর হেদায়েত দরকার।

 

হে সম্ভ্রান্ত সম্প্রদায়! আসুন আমরা এমন কিছু দলীল নিয়ে চিন্তা করি, যা হেদায়েতের গুরুত্ব এবং এর জন্য আমাদের প্রয়োজনীয়তা স্পষ্ট করে, কারণ হেদায়েতের অনেক স্তর ও স্তর রয়েছে।

 

হে ঈমানদার ভাইয়েরা, হেদায়েত চাওয়া আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর দোয়ার অংশ ছিল, তাই আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দু'আ করতেনঃ

اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْهُدَى وَالتُّقَى وَالْعَفَافَ وَالْغِنَى.

“হে আল্লাহ! তোমার কাছে আমি হিদায়াত, তাকওয়া, চরিত্রের নির্মলতা ও আত্মনির্ভরশীলতা প্রার্থনা করি”। এটি মুসলিম বর্ণনা করেছেন।

 

হে বন্ধুরা, আপনাদের সামনে একটি হাদিস পেশ করা হচ্ছে। এই হাদিসে আল্লাহর প্রশংসা ও মহিমা অতঃপর এর দোয়া সম্পর্কে চিন্তা করুন। সহীহ মুসলিমে আবূ সালামা ইবনু আবদুর রহমান ইবনু আওফ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, উম্মুল মুমিনীন আয়িশা (রাঃ) কে আমি জিজ্ঞাসা করলাম, আল্লাহর নবী রাতে যখন উঠতেন তখন কি দিয়ে (কোন দুআ পড়ে) তিনি তাঁর সালাত আরম্ভ করতেন। তিনি বলেন, তিনি যখন রাতে উঠতেন তখন সালাত শুরু করতেন

 

اللَّهُمَّ رَبَّ جِبْرَائِيلَ وَمِيكَائِيلَ وَإِسْرَافِيلَ فَاطِرَ السَّمَوَاتِ وَالأَرْضِ عَالِمَ الْغَيْبِ وَالشَّهَادَةِ أَنْتَ تَحْكُمُ بَيْنَ عِبَادِكَ فِيمَا كَانُوا فِيهِ يَخْتَلِفُونَ اهْدِنِي لِمَا اخْتُلِفَ فِيهِ مِنَ الْحَقِّ بِإِذْنِكَ إِنَّكَ تَهْدِي مَنْ تَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ.

 

"হে আল্লাহ! জিবরাইল, মীকাইল ও ইসরাফিল (আলাইহিমুস সালাম) এর প্রতিপালক আসমানসমূহ ও যমীনের সৃজনকর্তা, অদৃশ্য ও দৃশ্যের জ্ঞাতা আপনই মীমাংসা করবেন আপনার বান্দাদের মাঝে সে বিষয় যাতে তারা মতবিরোধ করছিল। আপনি আমাকে হিদায়াত ও সঠিক পথ প্রদর্শন করুন, সত্য ন্যায়ের বিপরীত বিষয়ে আপনার হুকুমে, আপনই হিদায়াত করেন যাকে ইচ্ছা হয়, সরল পথের দিকে।".

 

হে আল্লাহর বান্দাগণ! কুরআনের সর্বশ্রেষ্ঠ সূরায় এই দোয়াটি বিবেচনা করুন। এটি এমন একটি দোয়া যা তাওহীদের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদতে পড়া জরুরী করা হয়েছে। আমরা প্রতি রাকাতে এই দুআর পর আমীন বলি। নামাজ হল হেদায়েত, কোরআন তেলাওয়াত হেদায়েত, তবুও আল্লাহ আমাদের জন্য নির্দেশ দিয়েছেন যে আমরা হেদায়েত চাই। আমরা সরল পথের সমস্ত বিবরণ জানি না, তবে আমাদের সেগুলি জানতে হবে। কারণ অনেক সমস্যা জানা যায় না এবং বিভিন্ন ইখতিলাফি মাসায়েল আমাদের বোঝা কঠিন।.

 

এছাড়াও, সরল পথে চলার জন্য আমাদের যত বিস্তারিত জ্ঞান আছে, আমরা তা পুরোপুরি করতে পারি না। তাই এটা জানার পরও আমাদের জন্য এটা গুরুত্বপূর্ণ যে, আল্লাহ আমাদেরকে এটি বাস্তবায়ন করার ক্ষমতা দান করেন এবং তা বাস্তবায়ন করা আমাদের জন্য সহজ করেন। তারপরে আমরা যা কিছু জ্ঞান পাই এবং আমরা তা করতে সক্ষম হই, তবুও আমরা তা পুরোপুরি কাজে লাগাতে পারি না এবং বাস্তবে প্রয়োগ করতে পারি না। সেজন্যই আমরা মাঝে মাঝে অলসতার কারণে ছেড়ে দিই। তাই এটা করার জন্য আমাদের আল্লাহর সাহায্য ও হিদায়াত প্রয়োজন।.

 

এছাড়াও, আমরা যা জানি, এবং তা বাস্তবায়ন করতে সক্ষম তবুও আমাদেরকে তা সঠিকভাবে ও আল্লাহর সন্তুষ্টির জন্য করার প্রার্থনা করতে হবে।.

 

এছাড়াও, এমনকি যদি আমরা এটি সম্পর্কে সচেতন থাকি, এটি বাস্তবায়নে ক্ষমতা রাখি এবং আন্তরিকতার সাথে এটি করেও থাকি তবুও আমাদের এটিকে এমন বিষয় থেকে রক্ষা করতে হবে যা এটিকে বাতিল করবে বা এর সাওয়াব হ্রাস করবে।.

 

আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ لَا تُبْطِلُوا صَدَقَاتِكُمْ بِالْمَنِّ وَالْأَذَى ﴾ [البقرة: 264].

অনুবাদঃ তোমরা খোটা ও কষ্ট দিয়ে নিজের সাদকাকে নষ্ট করো না।

 

﴿ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ ﴾ [محمد: 33].

অনুবাদঃ হে মুমিনগণ! তোমরা আল্লাহর আনুগত্য কর এবং রাসূলের আনুগত্য কর, আর তোমরা তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না।

 

কখনো বড়াই করার কারণে নেক আমল নষ্ট হয়ে যায়, আবার কখনো আল্লাহর সামনে অহংকার প্রদর্শনের কারণে কর্ম নষ্ট হয়ে যায়, এজন্য আমাদেরকে সত্যের ওপর অটল থাকার সর্বদা দুআ করতে হবে।

 

হেদায়েতের অনেক স্তর রয়েছে, যেমন যেমন একজন বান্দা দাসত্বে অগ্রসর হয়, তেমনি সে সর্বোচ্চ শিখরের নিকটবর্তী হয়।

 

শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহঃ বলেছেন: বান্দার জন্য এমন একটি দুআ পাঠ করা ওয়াজিব করা হয়েছে যা প্রতিটি নামাজে পুনরাবৃত্তি হয়।

 

সে দুআটি হচ্ছে সূরা ফাতিহার এই দুআটিঃ

﴿ اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ * صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ﴾ [الفاتحة: 6، 7].

 

অনুবাদঃ আমাদেরকে সরল পথের হিদায়াত দিন। তাদের পথ, যাদেরকে আপনি নি‘আমত দিয়েছেন, যাদের উপর আপনার ক্রোধ আপতিত হয়নি এবং যারা পথভ্রষ্টও নয়। কেননা প্রত্যেক ব্যক্তিকে সর্বদা এই দোয়ার অর্থ ও তাৎপর্য বুঝতে হবে এবং এটি হচ্ছে সরল পথের হিদায়াত। (আল-ফাতাওয়া, 399/22)।

 

হিদায়াতের গুরুত্বের এ থেকেও বোঝা যায় যে, নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আলী রাঃ কে হিদায়াত চাওয়ার নির্দেশ দিয়েছিলেন। আলী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেনঃ তুমি বলো- "আল্ল-হুম্মাহ্‌দিনী ওয়া সাদ্‌দিদ্‌নী ওয়ায্‌কুর বিলহুদা হিদা-ইয়াতাকাত তারীকা ওয়াস্ সাদা-দি সাদা-দাস্ সাহ্‌ম", অর্থাৎ- “হে আল্লাহ! আপনি আমাকে সঠিক পথপ্রদর্শন করুন, আমাকে সোজা পথে পরিচালিত করুন।" তিনি আমাকে আরও বলেছেন, “আপনার হিদায়াতকে সঠিক পথের মাধ্যমে এবং তীর সোজা করাকে সরলতার মাধ্যমে স্মরণ করুন।

 

হে আল্লাহর বান্দাগণ! নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যে দুআগুলো অধিকাংশ সময় করতেন, তার মধ্যে একটি হচ্ছেঃ

"یا مقلب القلوب ثبت قلبی علی دینك".

অনুবাদঃ “কলব সমূহের পরিচালক হে আল্লাহ! আপনি আমাদের কলব সমূহকে তোমার বশ্যতার উপর স্থির রাখুন।

 

সেই মত এটাও সহীহ হাদীসে এসেছে নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম ঈমান হতে কুফরের দিকে প্রত্যাবর্তন করা হতে আশ্রয় চাইতেন।

 

সেই মত যারা জ্ঞানে সুগভীর তাদের দোয়া সম্পর্কে আল্লাহ তা‘আলা বলেছেনঃ

﴿ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ ﴾ [آل عمران: 8].

অর্থঃ হে আমাদের রব! সরল পথ দেয়ার পর আপনি আমাদের অন্তরসমূহকে সত্য লঙ্ঘনপ্রবণ করবেন না। আর আপনার কাছ থেকে আমাদেরকে করুণা দান করুন, নিশ্চয়ই আপনি মহাদাতা।

 

দ্বিতীয় খুৎবা

الحمد لله القدير الهادي القريب الكافي، وأشهد ألا إله إلا الله وحده السميع الشافي، وأشهد أن محمداً عبده ورسوله/ شرح الله صدره ورفع ذكره وجعله للمؤمنين قدوة ﴿ لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا ﴾ [الأحزاب: 21]، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليماً كثيراً.

 

প্রকৃতপক্ষে, আল্লাহই হেদায়েত দানকারী, এবং আল্লাহ হেদায়েতের জন্য কিছু পথ প্রকাশ করেছেন যা হেদায়েতের দিকে নিয়ে যায়, একটি উপায় হল প্রার্থনা করা এবং আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরে রাখা।

 

অনেক দুআর উল্লেখ উপরে করা হয়েছে। এবং হাদিসটি কুদসিতে উল্লেখ করা হয়েছে: হে আমার বান্দাগণ তোমরা সকলেই পথভ্রষ্ট, তারা ব্যতীত যাকে আমি হিদায়াত দিয়েছি। (মুসলিম) আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ﴾[آل عمران: 101].

অনুবাদঃ আর কেউ আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করলে সে অবশ্যই সরল পথের হেদায়াতপ্রাপ্ত হবে।

 

হেদায়েতের দিকে নিয়ে যাওয়ার আরেকটি পথ হল আল্লাহর কালাম তেলাওয়াত করা, তাতে চিন্তাভাবনা করা, তা শ্রবণ করা এবং তার উপর আমল করা।

﴿ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ ﴾ [البقرة: 2].

অনুবাদঃ এটা সে কিতাব যাতে কোনো সন্দেহ নেই, মুত্তাকীদের জন্য হেদায়েত।

 

﴿ قَدْ جَاءَكُمْ مِنَ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ * يَهْدِي بِهِ اللَّهُ مَنِ اتَّبَعَ رِضْوَانَهُ سُبُلَ السَّلَامِ وَيُخْرِجُهُمْ مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ بِإِذْنِهِ وَيَهْدِيهِمْ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ ﴾ [المائدة: 15، 16].

 

অনুবাদঃ যারা আল্লাহর সন্তুষ্টির অনুসরণ করে, এ দ্বারা তিনি তাদেরকে শান্তির পথে পারিচালিত করেন এবং তাদেরকে নিজ অনুমতিক্রমে অন্ধকার হতে বের করে আলোর দিকে নিয়ে যান। আর তাদেরকে সরল পথের দিশা দেন।

 

হেদায়েতের অন্যতম উপায় হল আল্লাহকে ভয় করা, তাঁর ঘরে মুসলমানদের জামাতের সাথে নামাজ কায়েম করা এবং যাকাত প্রদান করা।

﴿ إِنَّمَا يَعْمُرُ مَسَاجِدَ اللَّهِ مَنْ آمَنَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ وَأَقَامَ الصَّلَاةَ وَآتَى الزَّكَاةَ وَلَمْ يَخْشَ إِلَّا اللَّهَ فَعَسَى أُولَئِكَ أَنْ يَكُونُوا مِنَ الْمُهْتَدِينَ ﴾ [التوبة: 18].

 

অনুবাদঃ তারাই তো আল্লাহ্‌র মসজিদের আবাদ করবে, যারা ঈমান আনে আল্লাহ্‌ ও শেষ দিনের প্রতি, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ্‌ ছাড়া অন্য কাউকে ভয় করে না। অতএব, আশা করা যায়, তারা হবে সৎপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত।

 

আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি আগামীকাল কিয়ামাতের দিন মুসলিম হিসেবে আল্লাহর সাথে সাক্ষাৎ পেতে আনন্দবোধ করে, সে যেন ঐ সলাতের রক্ষণাবেক্ষণ করে, যেসব সলাতের জন্য আযান দেয়া হয়। কেননা আল্লাহ তা'আলা তোমাদের নাবীর জন্য হিদায়াতের পন্থা পদ্ধতি বিধিবদ্ধ করেছেন। এটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন। হেদায়েত পৌঁছানোর একটি উপায় হল আল্লাহর সন্তুষ্টির কাজে নফসের সাথে জিহাদ করাঃ

﴿ وَالَّذِينَ جَاهَدُوا فِينَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا وَإِنَّ اللَّهَ لَمَعَ الْمُحْسِنِينَ ﴾ [العنكبوت: 69].

 

অনুবাদঃ আর যারা আমাদের পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমরা তাদেরকে অবশ্যই আমাদের পথ সমূহের হিদায়াত দিব । আর নিশ্চয় আল্লাহ্ মুহসিনদের সঙ্গে আছেন । প্রচেষ্টার জন্য ধৈর্য এমনকি ত্যাগেরও প্রয়োজন পড়বে।

 

এর একটি পথ হচ্ছে তাওহীদকে বাস্তবায়ন করা। আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ الَّذِينَ آمَنُوا وَلَمْ يَلْبِسُوا إِيمَانَهُمْ بِظُلْمٍ أُولَئِكَ لَهُمُ الْأَمْنُ وَهُمْ مُهْتَدُونَ ﴾ [الأنعام: 82].

অনুবাদঃ যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানকে যুলুম (শির্ক) দ্বারা কলুষিত করেনি, নিরাপত্তা তাদেরই জন্য এবং তারাই হেদায়েতপ্রাপ্ত।

 

হিদায়াতের একটি পথ হচ্ছে আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করা। কেননা এক নেকী অন্য নেকী নিয়ে আসে।

 

﴿ فَآمِنُوا بِاللَّهِ وَرَسُولِهِ النَّبِيِّ الْأُمِّيِّ الَّذِي يُؤْمِنُ بِاللَّهِ وَكَلِمَاتِهِ وَاتَّبِعُوهُ لَعَلَّكُمْ تَهْتَدُونَ ﴾ [الأعراف: 158].

অনুবাদঃ কাজেই তোমরা ঈমান আন আল্লাহ্‌র প্রতি ও তাঁর রাসূল উম্মী নবীর প্রতি যিনি আল্লাহ ও তাঁর বাণীসমূহে ঈমান রাখেন। আর তোমরা তার অনুসরণ কর, যাতে তোমরা হিদায়াতপ্রাপ্ত হও।’

 

﴿ وَالَّذِينَ اهْتَدَوْا زَادَهُمْ هُدًى وَآتَاهُمْ تَقْوَاهُمْ ﴾ [محمد: 17]

অনুবাদঃ আর যারা হিদায়াতপ্রাপ্ত হয়েছে আল্লাহ তাদের হিদায়াত বৃদ্ধি করেন এবং তাদেরকে তাদের তাকওয়া প্ৰদান করেন।

 

হিদায়াতের আরেকটি পথ হল আল্লাহর দিকে প্রত্যাবর্তন। আল্লাহ তা‘আলা বলেনঃ

﴿ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ ﴾ [الشورى: 13].

অনুবাদঃ আল্লাহ্ যাকে ইচ্ছে তার দীনের প্রতি আকৃষ্ট করেন এবং যে তাঁর অভিমুখী হয় তাকে তিনি দীনের দিকে হেদায়াত করেন।

 

﴿ اجْتَنَبُوا الطَّاغُوتَ أَنْ يَعْبُدُوهَا وَأَنَابُوا إِلَى اللَّهِ لَهُمُ الْبُشْرَى فَبَشِّرْ عِبَادِ * الَّذِينَ يَسْتَمِعُونَ الْقَوْلَ فَيَتَّبِعُونَ أَحْسَنَهُ أُولَئِكَ الَّذِينَ هَدَاهُمُ اللَّهُ وَأُولَئِكَ هُمْ أُولُو الْأَلْبَابِ ﴾ [الزمر: 17، 18].

 

অনুবাদঃ আর যারা তাগুতের ইবাদাত থেকে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখী হয় তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দিন আমার বান্দাদেরকে---যারা মনোযোগের সাথে কথা শোনে এবং তার মধ্যে যা উত্তম তা অনুসরণ করে। তাদেরকেই আল্লাহ্ হিদায়াত দান করেছেন আর তারাই বোধশক্তি সম্পন্ন।

 

পরিশেষে হে রহমানের লোকেরা! আমাদের যুগে যেখানে অনেক সন্দেহ ও লালসা রয়েছে আমাদের আল্লাহর হিদায়াত এবং তাঁর কারণ অনুসন্ধান করার প্রয়োজনীয়তা আরও বেশি, যেমনটি হাদীসে বলা হয়েছে।

 

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ আধার রাতের মতো ফিত্নাহ আসার পূর্বেই তোমরা সৎ আমালের দিকে ধাবিত হও। সে সময় সকালে একজন মু'মিন হলে বিকালে কাফির হয়ে যাবে। বিকেলে মু'মিন হলে সকালে কাফির হয়ে যাবে। দুনিয়ার সামগ্রীর বিনিময়ে সে তার দীন বিক্রি করে বসবে। (মুসলিম)

 

https://www.alukah.net/sharia/0/142990/





 حفظ بصيغة PDFنسخة ملائمة للطباعة أرسل إلى صديق تعليقات الزوارأضف تعليقكمتابعة التعليقات
شارك وانشر

مقالات ذات صلة

  • ضرورة طلب الهداية من الله (خطبة) - باللغة الإندونيسية
  • ضرورة طلب الهداية من الله (خطبة)- باللغة النيبالية

مختارات من الشبكة

  • كلنا رجال تربية وتعليم (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • خطبة: {وأنيبوا إلى ربكم} (باللغة البنغالية)(مقالة - آفاق الشريعة)
  • من مشكاة النبوة (5) "يا أم خالد هذا سنا" (خطبة) - باللغة النيبالية(مقالة - آفاق الشريعة)
  • خطبة: سورة الفاتحة فضائل وهدايات(مقالة - آفاق الشريعة)
  • خطبة: هدايات من قصة جوع أبي هريرة رضي الله عنه(مقالة - آفاق الشريعة)
  • خطبة: الضحك وآدابه(مقالة - آفاق الشريعة)
  • أولادنا بين التعليم والشركاء المتشاكسين (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • الغفلة في وقت المهلة (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • حقوق كبار السن (خطبة)(مقالة - آفاق الشريعة)
  • إجلال كبار السن (خطبة)(مقالة - آفاق الشريعة)

 



أضف تعليقك:
الاسم  
البريد الإلكتروني (لن يتم عرضه للزوار)
الدولة
عنوان التعليق
نص التعليق

رجاء، اكتب كلمة : تعليق في المربع التالي

مرحباً بالضيف
الألوكة تقترب منك أكثر!
سجل الآن في شبكة الألوكة للتمتع بخدمات مميزة.
*

*

نسيت كلمة المرور؟
 
تعرّف أكثر على مزايا العضوية وتذكر أن جميع خدماتنا المميزة مجانية! سجل الآن.
شارك معنا
في نشر مشاركتك
في نشر الألوكة
سجل بريدك
  • بنر
  • بنر
كُتَّاب الألوكة
  • انتهاء فعاليات المسابقة الوطنية للقرآن الكريم في دورتها الـ17 بالبوسنة
  • مركز ديني وتعليمي جديد بقرية كوياشلي بمدينة قازان
  • اختتام فعاليات المسابقة الثامنة عشرة للمعارف الإسلامية بمدينة شومن البلغارية
  • غوريكا تستعد لإنشاء أول مسجد ومدرسة إسلامية
  • برنامج للتطوير المهني لمعلمي المدارس الإسلامية في البوسنة والهرسك
  • مسجد يستضيف فعالية صحية مجتمعية في مدينة غلوستر
  • مبادرة "ساعدوا على الاستعداد للمدرسة" تدخل البهجة على 200 تلميذ في قازان
  • أهالي كوكمور يحتفلون بافتتاح مسجد الإخلاص الجديد

  • بنر
  • بنر

تابعونا على
 
حقوق النشر محفوظة © 1447هـ / 2025م لموقع الألوكة
آخر تحديث للشبكة بتاريخ : 16/3/1447هـ - الساعة: 17:41
أضف محرك بحث الألوكة إلى متصفح الويب